0
আমি আর আমার প্রেমিকা একে অপরকে ভালবাসি।একদিন প্রেমিকা বলল, আমি তোমাকে ভালবাসিনা। বললাম, তাহলে তুমি কিসের প্রেমিকা? প্রেমিকা বলল, আমি প্রেমিকা হয়েছি কারন আমি তোমার জন্য জীবন দিতে পারি। বললাম, সেটা কেমন? বলল, এই যেমন ধর তুমি যদি এখন বল সাত ফুট পানির নীচে ডুব দিতে আমি সাত ফুট পানির নীচে ডুব দেব। বললাম, একটু দেখাওতো।সে তাৎক্ষণিক সাত ফুট পানির নীচে ডুব দিল।এখন আর তাকে আমার ভাল লাগেনা কারন সাত ফুট পানির নীচে ডুব দিয়ে কি হবে সে তো আমাকে ভালবাসেনা।
এখন বলেন, এই প্রেমিকা নিয়ে কি করা সেতো আমাকে ভালবাসেনা, শুধুই পানির নীচে ডুব দেয়। আপনারা যদি বলেন মেরে ফেলতে মেরে ফেলব আর যদি বলেন বাঁচিয়ে রাখতে বাঁচিয়ে রাখব।কোনটা করব আপনারাই বলেন, কারন, তাকে কিছু না করলে যে আমার কিছুই ভাল লাগবেনা।
0