0
আমার যদি খুব দামী একটি চশমা থাকত আমি কি করতাম? আমি সেটা বিক্রি করে তোমাকে দিতাম।তুমি তা দিয়ে একটি দামী ওড়না কিনতে আর সারাক্ষণ পরে থাকতে। আমার তখন অনেক ভাল লাগত, আমি শুধু এক পলকে তাকিয়ে থাকতাম।তাহলে এখন? আমার কেন চশমা নেই সেটাই প্রশ্ন।
যদি কেউ বলে আমার চশমা আছে তুমি কি নিবে? আমি নেবনা।কেন? কারন, অন্যের দেওয়া চশমা দিয়ে আমি তোমাকে ওড়না কিনে দিতে পারিনা। তাহলে? আমার নিজেরই যেন দামী চশমা হয়। হবে কি? মনে হয় হবে। তাইতো আমি আকাশে উড়ছি।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি
0