চশমার গ্লাস খুব সুন্দর

0

আমার যদি খুব দামী একটি চশমা থাকত আমি কি করতাম?  আমি সেটা বিক্রি করে তোমাকে দিতাম।তুমি তা দিয়ে একটি দামী ওড়না কিনতে আর সারাক্ষণ পরে থাকতে। আমার তখন অনেক ভাল লাগত, আমি শুধু এক পলকে তাকিয়ে থাকতাম।তাহলে এখন? আমার কেন  চশমা নেই সেটাই প্রশ্ন।

যদি কেউ বলে আমার চশমা আছে তুমি কি নিবে? আমি নেবনা।কেন? কারন, অন্যের দেওয়া চশমা দিয়ে আমি তোমাকে ওড়না কিনে দিতে পারিনা। তাহলে? আমার নিজেরই যেন দামী চশমা হয়। হবে কি? মনে হয় হবে। তাইতো আমি আকাশে উড়ছি।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

Leave a Reply