0
আমি একবার দেখি চাঁদ একবার দেখি সূর্য, কোনটাই আমার ভাল লাগেনা। শেষ পর্যন্ত দেখি আমার প্রিয়াকে যার মুখে চাঁদ ও সূর্য দুটোই শোভা পায়। একদিন বললাম, তোমার মুখে দুটো? সে বলল, তুমি চাইলে সেটা তিনটে হয়ে যাবে। এখন সেটা তিনটে, আমি কোথায় যাব বল?

0