0
চার্লস ডিকেন্সের পুরো নাম হলো চার্লস জন হাফ্যাম ডিকেন্স। তিনি উনিশ শতকের শক্তিমান ইংরেজ ঔপন্যাসিক।
চার্লস ডিকেন্সের জন্ম ১৮১২ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পোর্টসমাউথে। ডিকেন্স তার জীবদ্দশায়ই পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন।মৃত্যুর পরও সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ আছে।
চার্লস ডিকেন্সের উল্লেখ যোগ্য উপন্যাস হচ্ছে ‘অলিভার টুইস্ট,’অ্যা টেল অপ টু সিটিজ’,’ডেভিড কপারফিল্ড ‘,’গ্রেট এক্সপেক্টেশনস’,’হার্ড টাইমস ‘প্রভৃতি। গভীর জীবানু ভূতি,বাস্তবতা বোধ ও মানবিকতা তার রচনার প্রধান বৈশিষ্ট্য।
এই ইংরেজ ঔপন্যাসিক লেখক ১৮৭০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন-
- কমলার দীঘি গল্প
- বাংলাদেশের ক্রিকেট খেলা
- সৃজনশীলতার উদাহরণ
- মণিপুরী গান
- পাবলিক প্লেসে মোবাইল ব্যবহারের শালীনতা
0