0
বার বার একটি কথাই বলতে হয়, আমি তোমাকে ভালবাসি অথচ তুমি আমাকে ভালবাসনা। কেন? আমার মাথায় চুল নাই এজন্য ? আমার মাথায় চুল আছে সে চুল তুমি দেখনা।তাহলে? তোমাকে আমার মাথার চুল ভাল করে দেখতে হবে।ভাল করে দেখা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তোমার মাথায়ও চুল নেই।
এবার বল তোমার মাথার চুল আমাকে দেবে কি করলে? তুমি যদি তোমার মাথার চুল আমাকে দিয়ে দাও।সে চুল দেওয়া সম্ভব নয়। তাহলে কারো মাথায় চুল নেই।
এবার বল, চুল নিয়ে খেলাতো হল, তুমি আমাকে কি দেবে? আমি তোমাকে আমার মাথার চুল দিয়ে দেব।তাহলে, দুজনার মাথায়ই চুল উঠল।
![nofollow 56](https://www.lekhok.me/wp-content/uploads/2024/05/56.jpg)
0