0
তোমাকে দেখলেই চেনা লাগে। আসলে চিনিনা।এত চেনা লাগছে কেন? একদিন তুমি আমার অনেক চেনা ছিলে।সে চেনা কত চেনা? রং বাহারি ফুল তার পাপড়ি’ যেমন করে চিনে।তাহলে? আজ তুমি আমার অনেক চেনা হলে।এ চেনা দিয়ে আমি কি করব? অচেনা’ কিনব, যে অচেনার অচেনা’ আমি অনেক চেনা দিয়ে কিনেছি।
সে অচেনার অচেনা এখন কোথায় থাকে? সব চেনার চেনার দেশে থাকে যেখানে কেউ কাউকে চিনেনা।

0