0
এইতো সেদিন তুমি আমার ছিলে। সেদিন কত ফুল ফুটত।
আজ আর ফুল ফুটে?
না।
কারন, আজ তুমি আমার নয়।
আবার যেদিন তুমি আমার হবে সেদিন তুমি আমাকে চৈতালী ফুল উপহার দিও।কারন, চৈতালী ফুল যে সবচেয়ে সুন্দর। চৈতালী ফুলের বন্দনা যে আমাকে করতে হয়।
0