0
তোমার চোখে চোখ রাখিলে কি হয়?
তোমার চোখে চোখ রাখিলে এ দেহে প্রাণ থাকেনা।
সে প্রাণ কোথায় যায় আমি কাল খোঁজ করব।
খুঁজে যদি পাই বলব তুমি এখানে কেন?
যদি বলে, তুমি তার চোখে চোখ রেখছ তাহলে আমি নতুন করে চোখ রাখব।
সে চোখ রাখতে গিয়ে যদি নতুন কোন সমস্যা হয় আমি সে সমস্যা মোকাবেলা করব তবু সে চোখ রাখব।
সে চোখের খবর রত্না দেবীকে জিজ্ঞেস করব। রত্না দেবী যদি বলে তাকে নতুন চোখ বলব।

0