0
আমি যখন তোমার চোখের দিকে তাকাতে পারিনা তখন আমি কি করি? তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি।সেটি আমাকে অনেক কাছে ডাকে; কাছে ডেকে বলে, এখানে বস আমাকে আদর কর; আমি মনপ্রাণ উজাড় করে তাকে আদর করি; তাকে না ছুঁয়ে দেখলে মনে হয় কিছুই ছুঁইনি, সে আমার গালে টস্ করে এক চড় বসিয়ে দেয় আমি তার গালে টস্ করে এক চড় বসিয়ে দেই।আমার কেবলই মনে হয় সেটি ঠোঁট না হয়ে চোখ হলেই ভাল হত।
এবার বল সেটি যদি আসলেই চোখ হত তাহলে আমি কি করতাম? আরেকটি ঠোঁটের দিকে তাকাতাম। তেমন একটি ঠোঁট কি তোমার আছে? থাকলে কোথায় লুকিয়ে রেখেছ বল।
0
নাইছ