চোখ (৭)

0

যদি বলি ভালবাসি ভুল হবে?  না, ভুল হবেনা। কারন আমিতো তোমাকে ভালবাসিই।তাহলে তুমি কেন বল আমি তোমাকে ভালবাসিনা?আমি চোখের রং পছন্দ করিনা।  কে বলেছে আমি তোমার চোখের রং পছন্দ করিনা!  আমি তোমার চোখের রং এত বেশি পছন্দ করি যে গতকালও আমি তোমার চোখের দিকে এক ঘন্টা তাকিয়েছিলাম।সেটা চোখ নয় সেটা ভ্রূ।তাহলে তুমি তোমার ভ্রূ উপরে ফেল।না ভ্রূ উপড়ে ফেলা সম্ভব নয়। কেন? ভ্রূ উপড়ে ফেললে তুমি তাকাবে কিসের দিকে। তাহলে ভ্রূর দিকেই তাকিয়ে থাকব।হ্যাঁ ভ্রূর দিকেই তাকিয়ে থাকব। এতক্ষণে তুমি আমার চোখের ভাষা বুঝলে।তোমার চোখের ভাষা না বুঝলে কি আমার চলে!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ত্রিশ লক্ষ প্রাণ

তিন অক্ষরে বিজয় যেন প্রায় ত্রিশ লক্ষ প্রাণ, জীবন দিলো বিজয় পেতে রেখো তাদের মান। আগমনীর বার্তা থাকুক পাঠ্য বইয়ের

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

Leave a Reply