0
আমলা গণে কামলা মেরে
দেশটা চুষে খাচ্ছে,
মামলা খেয়ে রাজার বেশে
বিদেশ চলে যাচ্ছে।
সীমাহীন আর দুর্নীতিতে
চলছে আজি দেশ,
লুটপাটে নেয় ভাগবাটোয়া
দেশটা হচ্ছে শেষ।
কতো কাণ্ড ধামাচাপা
ছাগল কাণ্ডে ঘি,
হাজার টাকা লুটপাট হলো
এটা আবার কী?
চড়া দামে ছাগল কিনে
কেঁচো খুঁড়তে সাপ,
লুটপাট টাকা সবার পেটে
দিচ্ছে সবাই চাপ।
চারিদিকে শোরগোল শুনে
ঝালাপালা কান,
ছাগল কাণ্ডে বিপদে আজ
যাচ্ছে নাকি মান।

0
ভালো লিখেছেন কবি