জন্মদিনের গান লিরিক্স- শাফিন আহমেদের গাওয়া

0

গানটি MUSIC BD এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এখানে দেয়া হয়েছে। আপনারা চাইলে ইউটিউবেও শুনতে পারেন। লেখক ডট মি তে আরো বাংলা গান রয়েছে, সেগুলোও শুনতে পারেন।

গানের সম্পূর্ণ লিরিক্সঃ

আজকের আকাশে অনেক তারা,

দিন ছিল সূর্যে ভরা,

আজকের জোছনাটা আরো সুন্দর,

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা

মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,

শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন

তোমার তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল

ভালবাসা নিয়ে নিজে তুমি,

ভালোবাসো সব সৃষ্টিকে তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,

শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ

আলোকিত হয়ে নিজে তুমি,

আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার…..


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

admin

Author: admin

বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও

তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ। জানি আমি, এতে তুমি আনন্দে আছ, তবু আমি তোমায় কিছুই বলি না। কারণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মান্না দের গান

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটি পড়েননি এমন বাঙালি বোধহয় খুজে পাওয়া যাবে না। আজকে আপনাদেরকে বিদ্যাসাগরকে নিয়ে দুটি গান শোনাতে
পাহাড়ি আদিবাসীদের গান

আদিবাসী গান শুনুন- চাকমা, মারমা, ত্রিপুরা…

আপনাদেরকে আজ ১০ টি আদিবাসী গান শোনাবো। এই গানগুলো হয়তো আপনাকে একটি ভিন্ন জগতে নিয়ে যাবে, জন্ম দেবে নতুন উপলব্ধির।

Leave a Reply