জন্মভূমি বাংলাদেশ

0

 

এই রক্ত সবুজ কন্ঠে অর্জিত

অমৃত বাণী বাংলাদেশ।

শত অশ্রুর চেতনারূপ

বিশ্ব বিধাতার অগোচরে ঠাঁই,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

শতাধিক রক্তের হিল্লোল

সূর্যোলোক শোকায়িত লাল অজস্র বর্ষনে।

ভাষাতে বেদনার প্রশমিত

স্বাধীনতার উজ্জ্বল চেতনার মণি,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বেদনায় কাতরাতে কাতরাতে

জিহ্বায় উচ্চারিত মুক্তি স্বাধীনতা।

হানাদারদের ইস্পাতের আঘাতে-

হাজার বছরের প্রেক্ষাপটে অভিনবত্ব,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বাংলার ভাইয়ের প্রাণের মায়া ভুলে

রক্ত ঝরায়িত কিছু দেশেরই স্বার্থখোর।

টগবগ তাজা রক্তে দেহ নিথর

ক্ষোভ ব্রর্জের দস্যু পরাজিত করেছে,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

এখন পলকে বাংলার ঝলকে

নিঃশ্বাস ভরে বাংলার ভাটিয়ালি-বাউল।

কলমে সাজায় কবি ছন্দমালা

সরষে ফুলের বিছানায় সুসজ্জিত,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

আরো পড়ুন-

                       


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mukta Akther

Author: Mukta Akther

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply