জন্মভূমি বাংলাদেশ

play icon Listen to this article
0

 

এই রক্ত সবুজ কন্ঠে অর্জিত

অমৃত বাণী বাংলাদেশ।

শত অশ্রুর চেতনারূপ

বিশ্ব বিধাতার অগোচরে ঠাঁই,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

শতাধিক রক্তের হিল্লোল

সূর্যোলোক শোকায়িত লাল অজস্র বর্ষনে।

ভাষাতে বেদনার প্রশমিত

স্বাধীনতার উজ্জ্বল চেতনার মণি,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বেদনায় কাতরাতে কাতরাতে

জিহ্বায় উচ্চারিত মুক্তি স্বাধীনতা।

হানাদারদের ইস্পাতের আঘাতে-

হাজার বছরের প্রেক্ষাপটে অভিনবত্ব,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বাংলার ভাইয়ের প্রাণের মায়া ভুলে

রক্ত ঝরায়িত কিছু দেশেরই স্বার্থখোর।

টগবগ তাজা রক্তে দেহ নিথর

ক্ষোভ ব্রর্জের দস্যু পরাজিত করেছে,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

এখন পলকে বাংলার ঝলকে

নিঃশ্বাস ভরে বাংলার ভাটিয়ালি-বাউল।

কলমে সাজায় কবি ছন্দমালা

সরষে ফুলের বিছানায় সুসজ্জিত,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

                       

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Mukta Akther

Author: Mukta Akther

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply