0
এই রক্ত সবুজ কন্ঠে অর্জিত
অমৃত বাণী বাংলাদেশ।
শত অশ্রুর চেতনারূপ
বিশ্ব বিধাতার অগোচরে ঠাঁই,
মোদের জন্মভূমি বাংলাদেশ।
শতাধিক রক্তের হিল্লোল
সূর্যোলোক শোকায়িত লাল অজস্র বর্ষনে।
ভাষাতে বেদনার প্রশমিত
স্বাধীনতার উজ্জ্বল চেতনার মণি,
মোদের জন্মভূমি বাংলাদেশ।
বেদনায় কাতরাতে কাতরাতে
জিহ্বায় উচ্চারিত মুক্তি স্বাধীনতা।
হানাদারদের ইস্পাতের আঘাতে-
হাজার বছরের প্রেক্ষাপটে অভিনবত্ব,
মোদের জন্মভূমি বাংলাদেশ।
বাংলার ভাইয়ের প্রাণের মায়া ভুলে
রক্ত ঝরায়িত কিছু দেশেরই স্বার্থখোর।
টগবগ তাজা রক্তে দেহ নিথর
ক্ষোভ ব্রর্জের দস্যু পরাজিত করেছে,
মোদের জন্মভূমি বাংলাদেশ।
এখন পলকে বাংলার ঝলকে
নিঃশ্বাস ভরে বাংলার ভাটিয়ালি-বাউল।
কলমে সাজায় কবি ছন্দমালা
সরষে ফুলের বিছানায় সুসজ্জিত,
মোদের জন্মভূমি বাংলাদেশ।
আরো পড়ুন-
- 600 টাকার টাচ ঘড়ি
- কর পল্লব শব্দের অর্থ কি?
- মোবাইল ঘড়ির সুবিধা
- বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন
- কদম ফুল সমার্থক শব্দ
0