জন্মভূমি বাংলাদেশ

play icon Listen to this article
0

 

এই রক্ত সবুজ কন্ঠে অর্জিত

অমৃত বাণী বাংলাদেশ।

শত অশ্রুর চেতনারূপ

বিশ্ব বিধাতার অগোচরে ঠাঁই,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

শতাধিক রক্তের হিল্লোল

সূর্যোলোক শোকায়িত লাল অজস্র বর্ষনে।

ভাষাতে বেদনার প্রশমিত

স্বাধীনতার উজ্জ্বল চেতনার মণি,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বেদনায় কাতরাতে কাতরাতে

জিহ্বায় উচ্চারিত মুক্তি স্বাধীনতা।

হানাদারদের ইস্পাতের আঘাতে-

হাজার বছরের প্রেক্ষাপটে অভিনবত্ব,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বাংলার ভাইয়ের প্রাণের মায়া ভুলে

রক্ত ঝরায়িত কিছু দেশেরই স্বার্থখোর।

টগবগ তাজা রক্তে দেহ নিথর

ক্ষোভ ব্রর্জের দস্যু পরাজিত করেছে,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

এখন পলকে বাংলার ঝলকে

নিঃশ্বাস ভরে বাংলার ভাটিয়ালি-বাউল।

কলমে সাজায় কবি ছন্দমালা

সরষে ফুলের বিছানায় সুসজ্জিত,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

আরো পড়ুন-

                       


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Mukta Akther

Author: Mukta Akther

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply