জন্মভূমি বাংলাদেশ

0

 

এই রক্ত সবুজ কন্ঠে অর্জিত

অমৃত বাণী বাংলাদেশ।

শত অশ্রুর চেতনারূপ

বিশ্ব বিধাতার অগোচরে ঠাঁই,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

শতাধিক রক্তের হিল্লোল

সূর্যোলোক শোকায়িত লাল অজস্র বর্ষনে।

ভাষাতে বেদনার প্রশমিত

স্বাধীনতার উজ্জ্বল চেতনার মণি,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বেদনায় কাতরাতে কাতরাতে

জিহ্বায় উচ্চারিত মুক্তি স্বাধীনতা।

হানাদারদের ইস্পাতের আঘাতে-

হাজার বছরের প্রেক্ষাপটে অভিনবত্ব,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বাংলার ভাইয়ের প্রাণের মায়া ভুলে

রক্ত ঝরায়িত কিছু দেশেরই স্বার্থখোর।

টগবগ তাজা রক্তে দেহ নিথর

ক্ষোভ ব্রর্জের দস্যু পরাজিত করেছে,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

এখন পলকে বাংলার ঝলকে

নিঃশ্বাস ভরে বাংলার ভাটিয়ালি-বাউল।

কলমে সাজায় কবি ছন্দমালা

সরষে ফুলের বিছানায় সুসজ্জিত,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

আরো পড়ুন-

                       


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mukta Akther

Author: Mukta Akther

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply