জয় বাংলা

0

জয় বাংলা
মোঃ রুহুল আমিন

জাতিসত্তার নায়ক মুজিব
থাকবে ভাস্বর হয়ে,
পদ্মা মেঘনা যমুনা নদ
বাংলার বুকে বয়ে।

জাতির মনে অম্লান হয়ে
থাকবে জনম ধরে,
বিজয় নিশান আনলে তুমি
বাংলা মায়ের ঘরে।

অধীনতার করাল থেকে
জাতি পেলো মুক্তি,
বাংলা জয়ের স্বপ্নে বিভোর
ভাঙলে সকল চুক্তি।

বাংলা জাতির জনক তুমি
উদয় দীপ্তি…. রবি,
হাজার ছন্দে উপমা দেয়
তোমায় নিয়ে কবি।

তোমার গর্জন ভাষণ ছিলো
বাংলা জন্মের শক্তি,
তাইতো তোমায় অশ্রু চোখে
সবাই করে….. ভক্তি।

তোমার শোকে ঢল নেমেছে
আজকে বাংলার বুকে,
বাংলার বিজয় জয় নিশানে
নামটা থাকে…….মুখে।

বাংলার বুকে মুজিব তুমি
থাকবে হয়ে অমর,
তোমার ডাকে বিজয় পেলাম
ভয় করিনা…. সমর।

জয় বাংলা জয় ধ্বণির সাথে
মুজিব আছে….মিশে,
তাঁর আদর্শের ওই সৈনিক গণ
ভয়টা মোদের কিসে?

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply