0
জয় বাংলা
মোঃ রুহুল আমিন
জাতিসত্তার নায়ক মুজিব
থাকবে ভাস্বর হয়ে,
পদ্মা মেঘনা যমুনা নদ
বাংলার বুকে বয়ে।
জাতির মনে অম্লান হয়ে
থাকবে জনম ধরে,
বিজয় নিশান আনলে তুমি
বাংলা মায়ের ঘরে।
অধীনতার করাল থেকে
জাতি পেলো মুক্তি,
বাংলা জয়ের স্বপ্নে বিভোর
ভাঙলে সকল চুক্তি।
বাংলা জাতির জনক তুমি
উদয় দীপ্তি…. রবি,
হাজার ছন্দে উপমা দেয়
তোমায় নিয়ে কবি।
তোমার গর্জন ভাষণ ছিলো
বাংলা জন্মের শক্তি,
তাইতো তোমায় অশ্রু চোখে
সবাই করে….. ভক্তি।
তোমার শোকে ঢল নেমেছে
আজকে বাংলার বুকে,
বাংলার বিজয় জয় নিশানে
নামটা থাকে…….মুখে।
বাংলার বুকে মুজিব তুমি
থাকবে হয়ে অমর,
তোমার ডাকে বিজয় পেলাম
ভয় করিনা…. সমর।
জয় বাংলা জয় ধ্বণির সাথে
মুজিব আছে….মিশে,
তাঁর আদর্শের ওই সৈনিক গণ
ভয়টা মোদের কিসে?
আরো দেখুন-
- অশ্বগন্ধার উপকারিতা ও অপকারিতা
- বুলিয়ান এলজেবরা
- চিনির উপকারিতা
- পঞ্চপান্ডব আসলে কারা?
- কদম ফুল সমার্থক শব্দ
0