জাতির জনক

play icon Listen to this article
0

হয়েছি মোরা অত‍্যাচারিত
হয়েছি অনেক লাঞ্চিত
পরাধীনতায় কাটিয়েছি জীবন
হয়েছি মোরা বঞ্চিত

পাক সেনারা বাংলার মায়েদের
করতো নির্যাতন
তাদের অত‍্যাচারে বিসর্জিত হলো
লাখো মায়ের প্রাণ

অকালে অভিরামে গেলো কত যে জীবন
ভয় পেয়ে আতঙ্কে মরে হাজার ও মানুষ
এড়াতে পারেনি মরন

দীর্ঘ ৯ মাস বাংলার বুকে
শাসন চালিয়েছে পাক বাহিনীর দল
৭১ এর মুক্তি যুদ্ধে
জড় তুলছিলো প্রবল

বাঙালি জাতির মহান ব‍্যক্তি
সবার মনোবলের বাহক
তাঁর অমর বাণীর মধ্যে দিয়ে
যুগিয়েছে সবার সাহস

এই অত‍্যাচারের প্রতিবাদে
বাঙালি দাড়ালো রুখে
প্রতিশোধের আগুন জ্বলেছে
তাদের দু’চোখে

মুক্তি যুদ্ধে দিলো যোগ
অস্ত্র নিলো হাতে
প্রতিজ্ঞা করলো, জীবন দিয়ে রক্ষা করবে
এই বাংলার মাটিকে

বাংলা মায়ের দামাল ছেলেরা
যুদ্ধে গেলো এগিয়ে
স্বাধীনতা আনবো দেশে
এই অঙ্গীকারে, মানুষ কে তুলছে জাগিয়ে

অবশেষে বাংলার মানুষের
চোখে ফুটলো আশার আলো
বঙ্গবন্ধু আমাদের কে
স্বাধীনতা দিলো

স্বাধীনতার বলে আমরা
কাটাই স্বাধীন জীবন
জাতীবেদ ভুলে আমরা
হয়েছি একে অন‍্যের আপন

বঙ্গবন্ধুর এই অবদান
যায়না কবু ভোলা
এনে দিলো আমাদের স্বাধীনতা
তাঁর নেই কোনো তুলনা

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Mst Suborna

Author: Mst Suborna

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

Leave a Reply