0
ধর একদিন তুমি মানুষ ছিলে, হঠাৎ জানোয়ার হয়ে গেলে তখন কি হবে? সবাই তোমাকে পিটিয়ে মেরে ফেলবে।বলবে, ‘এ মানুষ ছিল, আজ জানোয়ার -একেতো রাখা যায়না । এরকম জানোয়ার কি আমাদের সমাজে আছে? বহুত আছে। তারা কি করে? তারা মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে ; বলে, ‘এ মানুষনা, এ জানোয়ার’। তাহলে তাকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। তাহলে? ‘ সে জানোয়ার কোথায় যে জানোয়ার জানোয়ার মারে?’
0