0
বৃক্ষের ঝরা মরমরে পাতা
বিছায়ে পরে আছে, তারি চারিপাশে।
একদা সতেজ ছিলো, তারই সাক্ষী হয়ে।
কতো সময় কেটে গেছে,
কেটে গেছে কতো দিবস রজনী।
দিন গুলি আসবে আর না ফিরে,
সবুজ রং লেপ্টে দেবে না কেউ গায়ে।
আগামী দিনের বৃক্ষলতাদি,
বাতাসে দুলে তারাও ঝরে যাবে।
পরে রবে বৃক্ষতলে অলস দুপুরে।

0
ভালো লিখেছেন কবি