ঝরাপাতা

0
বৃক্ষের ঝরা মরমরে পাতা
বিছায়ে পরে আছে, তারি চারিপাশে।
একদা সতেজ ছিলো, তারই সাক্ষী হয়ে।
কতো সময় কেটে গেছে,
কেটে গেছে কতো দিবস রজনী।
দিন গুলি আসবে আর না ফিরে,
সবুজ রং লেপ্টে দেবে না কেউ গায়ে।
আগামী দিনের বৃক্ষলতাদি,
বাতাসে দুলে তারাও ঝরে যাবে।
পরে রবে বৃক্ষতলে অলস দুপুরে।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Nayeem Hossain

Author: Nayeem Hossain

যেহেতু লেখালেখি করি ,সেহেতু পরিচয়ের বিবরণ লেখক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

One Reply to “ঝরাপাতা”

Leave a Reply