ঝরাপাতা

play icon Listen to this article
0
বৃক্ষের ঝরা মরমরে পাতা
বিছায়ে পরে আছে, তারি চারিপাশে।
একদা সতেজ ছিলো, তারই সাক্ষী হয়ে।
কতো সময় কেটে গেছে,
কেটে গেছে কতো দিবস রজনী।
দিন গুলি আসবে আর না ফিরে,
সবুজ রং লেপ্টে দেবে না কেউ গায়ে।
আগামী দিনের বৃক্ষলতাদি,
বাতাসে দুলে তারাও ঝরে যাবে।
পরে রবে বৃক্ষতলে অলস দুপুরে।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Nayeem Hossain

Author: Nayeem Hossain

যেহেতু লেখালেখি করি ,সেহেতু পরিচয়ের বিবরণ লেখক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

One Reply to “ঝরাপাতা”

Leave a Reply