0
ঝাঁপসা বৃষ্টি আঁধার করে
যখন ধরায় নামে,
রাস্তার মানুষ ভীষণ তাড়ায়
যখন থাকে কামে।
রাস্তায় রাস্তায় ঘুরছে যারা
ভেজা কাপড় পরে,
ক্যামনে ফিরবে ভোজন ছাড়া
নিজের আপন ঘরে।
বৃষ্টির মাঝে নেইতো কোনো
চলার গতি ধীরে,
ভোজন আশে আপন থাকে
তাদের পানে ঘিরে।
কাজের মাত্রা ভীষণ কষ্টের
বৃষ্টি পাতের দিনে,
ভালো থাকাই যায়না আজি
কষ্ট লাঘব বিনে।
বৃষ্টি নামল অধিক সুখেই
ধনীরা সব থাকে,
রাস্তায় রাস্তায় পথিক কতো
কে’বা খবর রাখে।
ঘরের মধ্যে ….উষ্ণ গরম
সময় আছে হাতে,
বেশ আরামে ভালোই যাচ্ছে
ভাবনা কি’বা তাতে।

0