ঝাঁপসা বৃষ্টি

play icon Listen to this article
0

ঝাঁপসা বৃষ্টি আঁধার করে
যখন ধরায় নামে,
রাস্তার মানুষ ভীষণ তাড়ায়
যখন থাকে কামে।

রাস্তায় রাস্তায় ঘুরছে যারা
ভেজা কাপড় পরে,
ক্যামনে ফিরবে ভোজন ছাড়া
নিজের আপন ঘরে।

বৃষ্টির মাঝে নেইতো কোনো
চলার গতি ধীরে,
ভোজন আশে আপন থাকে
তাদের পানে ঘিরে।

কাজের মাত্রা ভীষণ কষ্টের
বৃষ্টি পাতের দিনে,
ভালো থাকাই যায়না আজি
কষ্ট লাঘব বিনে।

বৃষ্টি নামল অধিক সুখেই
ধনীরা সব থাকে,
রাস্তায় রাস্তায় পথিক কতো
কে’বা খবর রাখে।

ঘরের মধ্যে ….উষ্ণ গরম
সময় আছে হাতে,
বেশ আরামে ভালোই যাচ্ছে
ভাবনা কি’বা তাতে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

Leave a Reply