“টিপস ” আটটি উপায়ে স্মরণ শক্তি বাড়ানো

0

আমাদের আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের স্মরণ শক্তি কমে যায়।

এবং অনেক সময় এটি খুব মারাত্মক ভাবে ক্ষতিকর হয়ে উঠে।

আর তাই আজকে জানব কীভাবে স্মরণ শক্তি বাড়ানো সম্ভব। ↓ নিচে টা দেওয়া হলো।

  1. কম ঘুমের অভ্যাস যা আমাদের স্মৃতি শক্তি দূর্বল করে দেয়। কম ঘুমের অভ্যাসের ফলে অনেক সময় বেশিরভাগ সময় আমাদের জন্য অনেক ক্ষতিকর দিক হয়ে উঠে। তাই আমাদের কম ঘুমের অভ্যাস ত্যাগ করে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।
  2. স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণ আপনার দীর্ঘ দিনের হতাশা। হতাশা খুব খারাপ। হতাশা মানুষকে গ্রাস করে।যদি দীর্ঘ দিনের হতাশা থাকে তাহলে সেই হতাশা ত্যাগ করতে হবে।
  3. পানি শূন্যতার ক্ষেত্রে স্মৃতি শক্তি সংবেদনশীল। বেশি বেশি পানি খাওয়া উচিত আমাদের। যদি পানি শূন্যতা দেখা দেয় তাহলে শরীরের জন্য খুব খারাপ। তাই পানি খাওয়া উচিত আমাদের।
  4. বেশি মিষ্টি জাতীয় খাবার এবং জ্যাঙ্ক ফুড না খাওয়া। জ্যাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনি স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণ। তাই এসব খাবার খাওয়া থেকে দুরে থাকতে হবে আমাদের। কারণ এসব আজেবাজে খাবার দূর্বল করে দেয় স্মৃতি শক্তি।
  5. পড়াশোনার চর্চা স্মৃতি শক্তি বাড়ায়। আমাদের ব্রেনকে যত বেশি কাজে লাগাব ততবেশি স্মৃতি শক্তি বাড়াবে।আর তার মধ্যে উল্লেখ হলো পড়াশোনা। তাই বেশি বেশি বই পড়তে হবে এবং ব্রেইন চর্চা করতে হবে।
  6. ছবি আকাঁ স্মৃতি শক্তির কার্যক্ষমতা বাড়ায়। এক গবেষণায় দেখা গেছে যে যারা ছবি আকঁতে পছন্দ করে তাদের স্মৃতি শক্তির কার্যক্ষমতা বাড়ায়। তাই ছবি আকাঁর চর্চা করতে হবে।
  7. ভালোবাসা ও ঘৃণা প্রভাব অনেক খারাপ।  অন্যকে ঘৃণা না করা।
  8. আবেগ পূর্ণ ভালোবাসা ও মাতৃত্বের অনুভূতি প্রভাব একি ভূমিকা রাখে জ্ঞান বাড়াতে। মায়ের ভালোবাসার ফলে সন্তানের ব্রেইন হয়ে উঠে আরও প্রফুল্ল সজীব। তাই সন্তানদের অবহেলা করা থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিতে হবে এবং স্নেহ করতে হবে।

এ অভ্যাস গুলো নিজের মধ্যে গড়ে তুলতে পারলে আমাদের স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করবে।তাই এ অভ্যাস গুলো নিজের মধ্যে গড়ে তুলতে হবে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

One Reply to ““টিপস ” আটটি উপায়ে স্মরণ শক্তি বাড়ানো”

Leave a Reply