“টিপস ” আটটি উপায়ে স্মরণ শক্তি বাড়ানো

play icon Listen to this article
0

আমাদের আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের স্মরণ শক্তি কমে যায়।

এবং অনেক সময় এটি খুব মারাত্মক ভাবে ক্ষতিকর হয়ে উঠে।

আর তাই আজকে জানব কীভাবে স্মরণ শক্তি বাড়ানো সম্ভব। ↓ নিচে টা দেওয়া হলো।

  1. কম ঘুমের অভ্যাস যা আমাদের স্মৃতি শক্তি দূর্বল করে দেয়। কম ঘুমের অভ্যাসের ফলে অনেক সময় বেশিরভাগ সময় আমাদের জন্য অনেক ক্ষতিকর দিক হয়ে উঠে। তাই আমাদের কম ঘুমের অভ্যাস ত্যাগ করে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।
  2. স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণ আপনার দীর্ঘ দিনের হতাশা। হতাশা খুব খারাপ। হতাশা মানুষকে গ্রাস করে।যদি দীর্ঘ দিনের হতাশা থাকে তাহলে সেই হতাশা ত্যাগ করতে হবে।
  3. পানি শূন্যতার ক্ষেত্রে স্মৃতি শক্তি সংবেদনশীল। বেশি বেশি পানি খাওয়া উচিত আমাদের। যদি পানি শূন্যতা দেখা দেয় তাহলে শরীরের জন্য খুব খারাপ। তাই পানি খাওয়া উচিত আমাদের।
  4. বেশি মিষ্টি জাতীয় খাবার এবং জ্যাঙ্ক ফুড না খাওয়া। জ্যাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনি স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণ। তাই এসব খাবার খাওয়া থেকে দুরে থাকতে হবে আমাদের। কারণ এসব আজেবাজে খাবার দূর্বল করে দেয় স্মৃতি শক্তি।
  5. পড়াশোনার চর্চা স্মৃতি শক্তি বাড়ায়। আমাদের ব্রেনকে যত বেশি কাজে লাগাব ততবেশি স্মৃতি শক্তি বাড়াবে।আর তার মধ্যে উল্লেখ হলো পড়াশোনা। তাই বেশি বেশি বই পড়তে হবে এবং ব্রেইন চর্চা করতে হবে।
  6. ছবি আকাঁ স্মৃতি শক্তির কার্যক্ষমতা বাড়ায়। এক গবেষণায় দেখা গেছে যে যারা ছবি আকঁতে পছন্দ করে তাদের স্মৃতি শক্তির কার্যক্ষমতা বাড়ায়। তাই ছবি আকাঁর চর্চা করতে হবে।
  7. ভালোবাসা ও ঘৃণা প্রভাব অনেক খারাপ।  অন্যকে ঘৃণা না করা।
  8. আবেগ পূর্ণ ভালোবাসা ও মাতৃত্বের অনুভূতি প্রভাব একি ভূমিকা রাখে জ্ঞান বাড়াতে। মায়ের ভালোবাসার ফলে সন্তানের ব্রেইন হয়ে উঠে আরও প্রফুল্ল সজীব। তাই সন্তানদের অবহেলা করা থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিতে হবে এবং স্নেহ করতে হবে।

এ অভ্যাস গুলো নিজের মধ্যে গড়ে তুলতে পারলে আমাদের স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করবে।তাই এ অভ্যাস গুলো নিজের মধ্যে গড়ে তুলতে হবে।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

One Reply to ““টিপস ” আটটি উপায়ে স্মরণ শক্তি বাড়ানো”

Leave a Reply