0
তিন পুরুষের নামটা নিয়ে
মানুষ ভবে রয়,
মরার পরে সেই নামটা যে
হতে থাকে ক্ষয়।
গড়ার রাজ্য ভোগ করে সব
নতুন প্রজন্ম খায়,
কোনো পথিক পূর্বের নামটা
শুনতে নাহি চায়।
নামটা থাকবে অক্ষয় হয়েই
এমন কর্ম চাই,
মহৎ কর্মের নামটা থাকবে
সবার মুখে তাই।
থাকতে তবেই ভাবতে হবে
বাঁচতে যদি চাও,
সার্থক জনম জন্মেই তোমার
কর্মের মধ্যে দাও।
আসলে দেখলে চলেই গেলে
নামটা ভবে নেই,
কোন কর্মেই থাকবে নামটা
বুঝতো যদি সেই।
অর্থের মোহে নামটা রয়না
কর্মের মধ্যে জয়,
আপন কর্মের নামটা থাকবে
নেইতো কোনো ক্ষয়।
আরো পড়ুন-
- কমলার দীঘি গল্প
- বাংলাদেশের ক্রিকেট খেলা
- সৃজনশীলতার উদাহরণ
- মণিপুরী গান
- পাবলিক প্লেসে মোবাইল ব্যবহারের শালীনতা

0
অর্থের মোহে নামটা রয়না
কর্মের মধ্যে জয়,
আপন কর্মের নামটা থাকবে
নেইতো কোনো ক্ষয়।
সঠিক বলেছেন