তিন পুরুষ

0

তিন পুরুষের নামটা নিয়ে
মানুষ ভবে রয়,
মরার পরে সেই নামটা যে
হতে থাকে ক্ষয়।

গড়ার রাজ্য ভোগ করে সব
নতুন প্রজন্ম খায়,
কোনো পথিক পূর্বের নামটা
শুনতে নাহি চায়।

নামটা থাকবে অক্ষয় হয়েই
এমন কর্ম চাই,
মহৎ কর্মের নামটা থাকবে
সবার মুখে তাই।

থাকতে তবেই ভাবতে হবে
বাঁচতে যদি চাও,
সার্থক জনম জন্মেই তোমার
কর্মের মধ্যে দাও।

আসলে দেখলে চলেই গেলে
নামটা ভবে নেই,
কোন কর্মেই থাকবে নামটা
বুঝতো যদি সেই।

অর্থের মোহে নামটা রয়না
কর্মের মধ্যে জয়,
আপন কর্মের নামটা থাকবে
নেইতো কোনো ক্ষয়।


আরো পড়ুন- 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

One Reply to “তিন পুরুষ”

Leave a Reply