0
আমি আকাশের কানে কানে কতবার বলেছি, “তুমি আমার গান”, আমি বাতাসের কানে কানে কতবার বলেছি, “তুমি আমার গান”, আমি বনের হরিণীর কানে কানে কতবার বলেছি তুমি আমার গান”, আমি রূপসা নদীর ঘোলা জলের কানে কানে কতবার বলেছি, “তুমি আমার গান “; তারা কেউ শোনেনি। আজ তোমার কাছে বলছি, “তুমি আমার গান “; তুমি আমাকে বল, আমি সঠিক বলছি কিনা। যদি বল, আমি সঠিক নই তাহলে বলব, এ পৃথিবী মিথ্যা, এ পৃথিবীর গান মিথ্যা, মিথ্যা এ পৃথিবীর ধ্রুব তারার হাসি। ” না, না তুমি ভুল বলছনা, তুমি সম্পূর্ণ সঠিক।” “তাহলে কিছু মিথ্যা নয়, মিথ্যা শুধু ঐ আকাশ, বাতাস,….. হরিণী আর ঘোলা জলের কথা।”
“এবার বল তারা কেন মিথ্যে বলল।” “তারা মিথ্যে বলেছে কারন,তাদের পায়ে দুল ছিলনা।” ” তুমি তাদের পায়ে দুল পরিয়ে দিলেনা কেন? “…… দুল পরিয়ে দিলেই তো তারা এ মিথ্যে বলতনা!”
0