0
আমায় কেউ ভালবাসেনি, আমিও কাউকে ভালবাসিনি। আজ কেন জানি মনে হচ্ছে কেউ একজন আমাকে ভালবাসবে। সে জনার নাম কি জানতে বড় ইচ্ছে করছে। সে জনার নাম যদি জানতে পারতাম তাহলে বলতাম, তোমার নাম অনেক সুন্দর। সে জনা যদি উত্তরে বলত, তোমার নামও অনেক সুন্দর তাহলে বলতাম তোমার নাম আসলেই সুন্দর।
এখন কথা হচ্ছে সে আমাকে সে কথা বলবে কিনা।কেন জানি মনে হচ্ছে বলবেনা।কারন, আজ আমার মন বড় খারাপ। এ মন খারাপের ওষুধ কারো জানা আছে কি?
0