0
জানত যদি বনের পাখি আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে অঝোর ধারায়।
জানত যদি নদীর ঢেউ আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে বৃষ্টির পানির মত।
জানত যদি বাগানের গোলাপ কলি আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে দুনয়ন খুলে।
জানত যদি সাগরের তল আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে রাত্রি জেগে।
তারা কেউ কাঁদেনা, তাইতো আমি কাঁদি। আমার এ কান্নার শেষ হবে কবে ?
তুমি যদি বলে দাও কারো কান্নার দরকার নেই তাহলেই আমি আমার এ কান্নার শেষ হয়েছে বলে ধরে নিতে পারি।
0
নাইছ