তুমি আছ নীল যমুনার পাড়ে

0

জানত যদি বনের পাখি আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে অঝোর ধারায়।

জানত যদি নদীর ঢেউ আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে বৃষ্টির পানির মত।

জানত যদি বাগানের গোলাপ কলি আমি তোমাকে কত’ ভালবাসি  কাঁদত সে যে দুনয়ন খুলে।

জানত যদি সাগরের তল আমি তোমাকে কত’  ভালবাসি কাঁদত সে যে রাত্রি জেগে।

 

তারা কেউ কাঁদেনা, তাইতো আমি কাঁদি। আমার এ কান্নার শেষ হবে কবে ?

তুমি যদি বলে দাও কারো কান্নার দরকার নেই তাহলেই আমি  আমার এ কান্নার শেষ হয়েছে বলে ধরে নিতে পারি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

অস্থির বায়ু

ভারত যদি উল্টো পাল্টা করে একটা শব্দ, নোবেল জয়ী দেশ শাসকের হাতেই হবে জব্দ। বহু বছর দেয় নি জবাব ধরেছি

দেশ ভাগের পর

ভারত কর্তা ফন্দি আঁটে দেশ ভাগের আগ, বঙ্গ দেশটা দুই ভাগেতে করে দিলো ভাগ। সুযোগ পেয়ে সবি নিলো দেশ ভাগের

One Reply to “তুমি আছ নীল যমুনার পাড়ে”

Leave a Reply