তুমি আছ নীল যমুনার পাড়ে

play icon Listen to this article
0

জানত যদি বনের পাখি আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে অঝোর ধারায়।

জানত যদি নদীর ঢেউ আমি তোমাকে কত’ ভালবাসি কাঁদত সে যে বৃষ্টির পানির মত।

জানত যদি বাগানের গোলাপ কলি আমি তোমাকে কত’ ভালবাসি  কাঁদত সে যে দুনয়ন খুলে।

জানত যদি সাগরের তল আমি তোমাকে কত’  ভালবাসি কাঁদত সে যে রাত্রি জেগে।

 

তারা কেউ কাঁদেনা, তাইতো আমি কাঁদি। আমার এ কান্নার শেষ হবে কবে ?

তুমি যদি বলে দাও কারো কান্নার দরকার নেই তাহলেই আমি  আমার এ কান্নার শেষ হয়েছে বলে ধরে নিতে পারি।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

One Reply to “তুমি আছ নীল যমুনার পাড়ে”

Leave a Reply