তুমি আমার -এ কথা মনে রেখো অন্তত দশ বছর

0

তুমি আমার কত আপন তা কেউ জানেনা।তুমি আমার এত আপন যে এর চেয়ে আপন কোন আপনও নয়। তুমি আমার এত আপন কেমন করে হলে? তুমি মনে হয় কোন এক পৌষের রাতে আমার আপনের আপন ছিলে।সে আপন কত আপন সেটাই এখন ভাবনার বিষয়। সেটা যদি আফ্রিকার লাল সিংহের মত হয় তাহলে মনে হয় আমার  অনেক ভাল হয়।কারন, আফ্রিকার লাল সিংহ যে আমার অনেক বেশি প্রিয়।

এবার বল তিব্বতের মিশরীয় নারী’ দেখতে গেলে তুমি কি চাইবে?  তুমি যদি একটি লাল গোলাপ ফুল চাও লাল গোলাপ ফুল দেব।আর যদি বল না আমি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপর উঠব তাহলে আমি তোমাকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপর তুলে ধরব।এবার বল তুমি কোনটা করবে?  তুমি যেটাই কর আমি সেটা খুব ভাল করে করব।

আর যাই কর তুমি কচুকাটা সাপ নিয়ে কিছু কোরোনা; কারন সে’ একবার তোমাকে কামড়ে দিলে আমি কি করব?  সে বিষের ওষুধ কারো জানা নাই।কাজেই তুমি ভুলেও কচুকাটা সাপের ওষুধ গায়ে মেখোনা।

তুমি আমার যে প্রশ্নের উত্তর দাওনি সে প্রশ্নের উত্তর আমি দিনরাত খুঁজি।সে প্রশ্নের উত্তর যদি এক বিরাট লম্বা সাপ হয় তাহলে অনেক ভাল হয়।কারন লম্বা সাপ যে আমি দেখতে অনেক পছন্দ করি।

তোমাকে সব’শেষ আমি যে কথাটি বলব, সেটি হল তুমি আর যাই কর ঘুমানোর আগে বিষের বড়ি খেয়োনা।কারন, ঘুমানোর আগে বিষের বড়ি খেলে আমি কি করব? তুমি যদি কখনও  বিষের বড়ি খাওও  সাথে এক গ্লাস টাটকা  সাদা দুধ খেয়ে নিও; কারন, সাদা দুধ বিষের বড়ির খুবই কাজ দেয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

অস্থির বায়ু

ভারত যদি উল্টো পাল্টা করে একটা শব্দ, নোবেল জয়ী দেশ শাসকের হাতেই হবে জব্দ। বহু বছর দেয় নি জবাব ধরেছি

দেশ ভাগের পর

ভারত কর্তা ফন্দি আঁটে দেশ ভাগের আগ, বঙ্গ দেশটা দুই ভাগেতে করে দিলো ভাগ। সুযোগ পেয়ে সবি নিলো দেশ ভাগের

Leave a Reply