তুমি যখন হাস তখন আমি চেয়ে থাকি, তুমি যখন গান গাও তখন আমি চেয়ে থাকি, তুমি যখন ছবি আঁক তখন আমি চেয়ে থাকি ; শুধু চেয়ে থাকিনা তখন যখন তুমি নাচ।কারন, নাচলে তোমাকে অদ্ভুত মূর্তি মনে হয়। তুমি এখন থেকে আর এ নাচ নাচবেনা।পারলে অন্য নাচ নেচো।এ নাচ নাচলে আমার মনে কষ্ট লাগে, মনে হয় আমার প্রিয়া কোথায় যেন হারিয়ে গেছে যেখান থেকে তাকে উদ্ধার সম্ভব নয়।
তুমি এখন থেকে রোজ রাতে তিন ঘন্টা ব্যায়াম করবে, দেখবে তোমার অনেক ভাল লাগছে। তখন তুমি এমনিতেই এ নাচের কথা ভুলে যাবে। তখন তোমার মনে অন্য নাচের চিন্তা কাজ করবে। তখন তুমি ফ্রেস প্রতিমূর্তি রূপ ধারন করবে।
তোমাকে কেউ ভালবেসেছিল কিনা সে কথা তুমি আমাকে জানিয়ো।আমি তাকেও বলব, ‘এ নাচের কথা ভুলে যাও, এ নাচ নাচলে তোমাকে কেমন যেন দেখায়’।
তুমি আর কোনদিন আমার ছিলে কিনা জানিনা। তবে আজ তুমি আমার কারন, আজ তোমাকে আমি অতীব সুন্দর একটি পরামর্শ দিলাম।
