0
আমি কি শুধু তোমাকে ভালবাসি? তোমার নাক ভালবসি, তোমার ঠোঁট ভালবাসি, তোমার জিহ্বা ভালবাসি, তোমার জিহ্বার আগা ভালবাসি; সবচেয়ে বেশি ভালবাসি তোমার দুই চোখের চাহনি।তুমি আমাকে বল, তুমি আমাকে সে চাহনি দেবে কিনা। আমার পক্ষে তোমাকে সে চাহনি দেওয়া সম্ভব নয়। তাহলে তুমি আমাকে কি ভালবাস? ভালবাসার নামে যা কর তা হল ছলনা! না, না আমি তোমাকে ভালবাসি, তোমার জন্য সব করতে পারি। তাহলে দাও, তোমার চোখের চাহনি দিয়ে দাও।ধর নাও, আমি তোমাকে আমার সে চোখের চাহনি দিয়ে দিলাম। এতক্ষণে তুমি আমার সত্যিকারের ভালবাসার মানুষের মত কথা বললে; এই ভালবাসা এতদিন কোথায় জমা রেখেছিলে!
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে
0