0
জানি আমি সব জানি ;তোমার হাড়ির খবর জানি। তোমার মা কে, বাপ কে, তোমার মা কি করে, তোমার বাপ কি করে, তোমার দাদার দাদা কি করত সব আমি জানি। শুধু জানিনা একটি খবর। সেটি হল তুমি আমাকে ভালবাস কিনা। তুমি যদি সে খবর আমাকে বল আমি সাতপাহাড়ের দেশ দেখতে যাব যার একটিও পাহাড় নয়।
আমি কোনদিনই সে খবর তোমাকে বলবনা। তাহলে – সাতটি পাহাড়ই পাহাড় হয়ে গেল – এইমাত্র খবর এল।

0
নাইছ