0
পৃথিবীর যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন কি মানুষ ছিল? নিশ্চয়ই ছিলনা। কারন, পৃথিবী সৃষ্টির আগে মানুষ হলে সে মানুষ থাকত কোথায়?
তাহলে?
তুমি আমার এমন একজন, তোমাকে আমি রাখব কোথায়?
কবি বলেছেন বুক পকেটে রাখতে কিন্তু বুক পকেটেতো জায়গা কম।
তাহলে তোমাকে রাখব কোথায়? তাহলে তোমাকে আমার হাড়ের থলের ভেতর রাখি যেখানে অনেক জায়গা?
জানি সেখানে তুমি থাকবেনা।
তাহলে তোমাকে রাখব কোথায়?
তোমাকে রাখার কোন জায়গা নেই।
তাহলে?
‘তোমার এমন সৃষ্টি কেন হল?’
0