0
ধর একটি কুকুর খাবারের জন্য খা খা করছে ; তুমি তখন তাকে কিছু খাবার দিলে, তখন তোমার কেমন লাগবে? নিশ্চয়ই অনেক আনন্দ লাগবে; তুমি কিছুক্ষন চেয়ে থাকবে কুকুর’ কিভাবে খায়, তুমি কুকুরের চোখ থেকে চোখ ফেরাবেনা, তোমার কেবলই মনে হবে কুকুরটিকে যদি প্রতিদিন এমন খাবার দিতে পারতাম।
আমি তোমার তেমন একটি কুকুর, তুমি আমাকে কি জাতীয় খাবার দেবে? তুমি যদি আমাকে মিশরীয় রাফলেসিয়া দাও তাহলে অনেক ভাল হয়, কারন, আমি সে রাফলেসিয়া অনেক আনন্দ করে খাই।এবার বল আফ্রিকান সাদা গোলাপ দেবে কিনা কারন সেটা আমি কামড়িয়ে কামড়িয়ে খাই।
0