0
তুমি যদি আমায় ভুলে যাও, কি হবে? কিছুই হবেনাঃ ঐ আকাশের তারাটি তারা হয়ে ফুটবে, নদীতে সারাক্ষণ জল বইবে, পাহাড়ের কানে কানে বাতাস তার মনের কথা কইবে, এমনকি যে ফুল কোনদিন ফোটেনি সেও ফুটবে।তাহলে তুমি আমায় ভুলে গেলে কি হবেনা? শুধু একটা জিনিস ঘটবেনা সেটা হল একদিন তুমি আমার ছিলে, সেই তুমি আর আমার থাকবেনা। তাহলে? তুমি সেই জিনিসটি কিছুতেই হতে দিওনা যে’ জিনিস’ আমি কিছুতেই পছন্দ করিনা।
0
ভালো লিখেছেন
চমৎকার