0
তোমার-আমার নাম জানত কে?
অনামিকা।
সে নাম কি সে কাউকে বলেছে?
না?
তাইতো তার নাম অনেক সুন্দর।
তাকে বলেছি নতুন একটি নাম রাখতে যে নাম সে নামকেও ছাড়িয়ে যায়।
সে নাম নিশ্চয়ই যীশুর বাইবেলে পাওয়া যায়।যে বাইবেলে মেরির কথা বলা আছে। মেরি যে অনেক ভালবেসে তার সন্তান’ জন্ম দিয়েছিল।
আজ যদি সে তার সে নাম রাখে আমি তার এমন একটি নাম দেব যে নামের তুলনা পৃথিবীতে নাই।

0