প্রথম প্রেমের স্মৃতি কেমন হয়? প্রথম প্রেমের স্মৃতি অনেক মধুর হয়।সবচেয়ে মধুর কি? গোপন প্রিয়ার ভালবাসা। সেই গোপন প্রিয়ার ভালবাসা তুমি আমাকে দিলে, আমি তোমাকে কি দেব? আমি তোমাকে চাঁদের হাসি দেই? না, না চাঁদের হাসি তো অনেক দূরে, তারচেয়ে আমি তোমাকে নীল আকাশের তারা দেই; নীল আকাশের তারা অনেক কাছে। দাও, দাও নীল আকাশের তারা দাও। আমি এতক্ষণে ধন্য হলাম।তুমি ধন্য হয়েছ, আমাকে কি দেবে বল।আমি তোমাকে দেব চাঁদের হাসি। চাঁদের হাসি তো অনেক দূরে?তারপরও দেব, যেভাবেই হোক পেড়ে এনে দেব।তোমার এ ভালবাসা পেয়ে সত্যিই আমি ধন্য।দুজন ধন্য হলাম এখন আমরা কি করব?এখন আমরা গড়াগড়ি করব।গড়াগড়ি করতে করতে যতদূর যাওয়া যায় যাব।তারপরে বলব, আমাদের গড়াগড়ি সফল।সে গড়াগড়ির জন্ম হোক যে গড়াগড়ির শেষ নাই।সে গড়াগড়ি শুধু আমাবস্যার রাতে পাওয়া যায়।তাহলে আমরা আমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করব।
এল আমাবস্যার রাত এল; এখন আমাদের গড়াগড়ি সফল।এমন গড়াগড়ির মালিক আর যেন কেহ না হয়।কারন, তাহলে আমাদের গড়াগড়ির মূল্য থাকবেনাঃ
তুমি ঠিকই বলেছ, তাই যেন হয়।