0
আমার সবকিছু তুমি জান।শুধু একটা জিনিস তুমি জাননা সেটা হল আমি কেন তোমাকে ভালবাসি। তুমি যদি সেটা জানতে নিশ্চয়ই তুমি আমাকে আরও বেশি ভালবাসতে।আমার একটা অনুরোধ থাকবে, তুমি এখন থেকে সেটা জানার চেষ্টা কোরো।সেটা জানলে দেখবে তোমার অনেক ভাল লাগবেঃ তুমি পাখি দেখলে খলখল করে হেসে উঠবে, নদী দেখলে বলবে, আমি যদি নদীর মত বয়ে যেতে পারতাম।
কেউ কি কোন সুন্দর মুহূর্ত নষ্ট করতে চায়? কেউ চায়না; সবাই চায় সুখী হতে। কাজেই তোমার ভালর জন্য বলছি তুমি এখন থেকে নিয়মিত সেটা জানার চেষ্টা কোরো।
তুমি যদি সেটা না জান আমার কি হবে? আমার তেমন কিছুই হবেনা;কারো জন্য কারো দিন বসে থাকেনা।কিন্তু তোমার একটি সুন্দর মুহূর্ত নষ্ট হবে। কাজেই তুমি সেটা সেটা না জেনে ক্ষান্ত হবেনা এই প্রতিজ্ঞা নাও।

0