0
তোমাকে দেখলে কি মনে হয়? একদিন তুমি আমার ছিলে। সেদিন কি হত? সেদিন অনেক ফুল ফুটত, পাখি গাইত, নদী বয়ে যেত, শুধু তারারা হাসেনা সেই তারা’ হাসত।তাহলে? আজ তুমি আমার নয় আজ কিছু নেই। তাহলে? সবচেয়ে সুন্দর দিন’ ছিল সেদিন। তাহলে? আবার যদি এমন একটি দিন আসত।এমন একটি দিন আবার আসার সম্ভাবনা কত? আবার এমন একটি দিন আসার সম্ভাবনা নাই বললেই চলে।কেন? আজ ফুল ফুটেনা, পাখি’ গায়না, নদী’ বয়ে যায়না,তারা’ নামে কেউ হাসেনা।তার মানে? এই সব হলে আবার এমন একটি এমন দিন আসে। তার মানে? সেদিনের আগেও ও এমন একটি দিন ছিল। সেদিন’ কত সুন্দর ছিল সেটিই ভাবছি।
0