0
তোমায় দেখে পরী রাজ্যে
হয়ে যাবে চুপ,
বলবে পরী কোথায় পেলে
এতো মায়া রূপ।
ধরার মাঝে পরীর মতো
সুন্দর কেউবা নেই,
মোদের চেয়ে সুন্দর তুমি
মানবী যে সেই।
রূপের সেরা হয়ে ক্যামনে
পরীর মত হও,
এতো রূপটা কোথায় পেলে
আমায় তবে কও।
তোমার মায়া রূপটা দেখে
পরীরা পায় লাজ,
রূপের সেরা সেই মানবী
দেখি মুগ্ধ সাজ।
তোমার মতো সুন্দর হতে
পরীরা যে চায়,
পরী রাজ্যোর রাণী করবে
তোমায় যদি পায়।

0
ভালো লিখেছেন কবি