0
তোমাকে আমি মনে রেখেছি, তুমি আমাকে মনে রেখেছ কিনা আমি জানিনা।শুধু জানি, তুমি ফুল দেখলে হাস, পাখি দেখলে গাও, নদাী দেখলে নতুন উতলা সুর তোল।সেসব কি আমার জন্য? আমার জন্য হলে কতইনা ভাল হয়।সেসব যেন আমার জন্যই হয়।আমি যে কতকাল আমার দুচোখে সে স্বপ্ন জিইয়ে রেখেছি।
তুমি যদি একবার বল সেসব আমার জন্য, আমাকে কেউ এ পৃথিবীতে খুঁজে পাবেনা।আমি হব এক নতুন পৃথিবীর রাজা। তুমি কি আমাকে সে রাজা হতে সাহায্য করবেনা?
কর, কর সে রাজা হতে সাহায্য কর।তাহলেই আমি বলব, এতদিনে তুমি সত্যিকারের নীল পরী হয়েছ।
0
নাইছ
আপনার মন্তব্য পেলে ভাল লাগে। নতুন করে লিখতে ইচ্ছে হয়। জানিনা কেমন হয় আমার কবিতা। তারপরও আপনি মন্তব্য দেন, নতুন করে লেখার বাসনা জাগে। ধন্যবাদ ভাল থাকুন।