0
ধর একটি গাভী হেঁটে যাচ্ছে, তখন তোমার কি মন হবে? আমি যদি গাভী হতে পারতাম।
ধর একটি নদী ছলছল করতেছে, তখন তোমার কি মনে হবে? আমি যদি নদী হতে পারতাম।
ধর একটি বক্ চষে বেড়াচ্ছে, তখন তোমার কি মনে হবে? আমি যদি বক্ হতে পারতাম।
তাহলে তুমি কি?
তাহলে তুমি কিছু নও।
এখন কথা হল এমন তুমি তুমি হলে কেন?
তোমার মাথায় চুল আছে, গালে গোঁফ আছে দাঁতে তিল’ আছে তারপরও এমন তুমি তুমি!
তাহলে তোমাকে কি করতে হবে?
ভাল করে ডান পায়ের নখ খিলান করতে হবে।
এমন একটি খিলান খিলান হিসেবে কোথায় বিক্রি হয়?
0