তুমি যেন এক লাল পাতার বাঁশি

0

ধর একটি গাভী হেঁটে যাচ্ছে, তখন তোমার কি মন হবে?  আমি যদি গাভী হতে পারতাম।

ধর একটি নদী ছলছল করতেছে, তখন তোমার কি মনে হবে?  আমি যদি নদী হতে পারতাম।

ধর একটি  বক্ চষে বেড়াচ্ছে, তখন তোমার কি মনে হবে?  আমি যদি বক্ হতে পারতাম।

 

তাহলে তুমি কি?

তাহলে তুমি কিছু নও।

 

এখন কথা হল এমন তুমি তুমি হলে কেন?

তোমার মাথায় চুল আছে, গালে গোঁফ আছে দাঁতে তিল’ আছে তারপরও এমন তুমি তুমি!

 

তাহলে তোমাকে কি করতে হবে?

ভাল করে ডান পায়ের নখ খিলান করতে হবে।

এমন একটি খিলান খিলান হিসেবে কোথায় বিক্রি হয়?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রবের আরশ কাঁপে

বাবা মায়ের নির্দেশ মেনে জীবন গড়ে যারা, জীবন পথে সকল কর্মে বেজায় খুশি তারা। বাবা মায়ের আদেশ জারি সন্তান মেনে

শিক্ষক পিতৃতুল্য

  শিক্ষকগণে সহাস্যমুখে করেন যে পাঠদান, দিবো মোরা শিক্ষকগণের সবার উপর মান। এই সমাজে জ্ঞাণের বাহক সকল শিক্ষকগণে, শিক্ষক পেশা

দাদির স্মৃতি

ভাদ্র মাসের বেতাল গরম তাল পেকেছে গাছে, পাকা তালের তাল গুলো যে মোদের বাড়ি আছে। তাল গাছ গুলো অনেক বড়ো

শৈশব স্মৃতি

শৈশব বেলার মধুর স্মৃতি পড়ছে মনে কার, দল বেঁধে সব বাঁশের সাঁকো হতাম কতো পার। কেউবা দিতো সাঁকো থেকে আচম্বিতে

Leave a Reply