0
তাবলীগ করে ধর্মের পথে
শান্তির কথা বলে,
ধর্মের কর্মে ডাকতে থাকে
ছয় উসুলে চলে।
দাওয়াতি কাজ হাসিল করে
অর্জন করে আস্থা,
নিজের খেয়ে তাবলীগে যায়
খুঁজতে দ্বীনের রাস্তা।
দ্বীনের রাস্তায় চলতে থাকে
দেশ বিদেশে যায়,
সবার কাছে প্রভুর বাণী
পৌঁছে দিতে চায়।
একেঅপরের বন্ধন ছিল
মুসলিম সবে ভাই,
এক বাসনে খাইতো খানা
জবাব বুঝি নাই।
এই মেহনতি মানুষগুলোর
একটা ছিল দল,
বিশ্ব ইজতেমার তুরাগ তীরে
হইতো মানব ঢল।
হঠাৎ করেই স্বার্থের জন্যই
আমীর দিল মোড়,
সবার মাঝে ছড়িয়ে যায়
লাগে দারুণ পোড়।
স্বার্থের জন্যে ফারাক হয়ে
তুরাগ তীরে দ্বন্দ্ব,
জনে থেকেই জনের কাছে
হয়ে উঠছে মন্দ।
0
ভালো লিখেছেন কবি