0
সে আমাকে তার একটি দুঃখের কথা বললঃ সে নাকি আর তার নেই যে একদিন তার ছিল।
আমি তাকে বললাম, ‘তুমি তাকে দুঃখ দিলে কেন? যদি দুঃখ না দিতে সে নিশ্চয়ই তোমার থাকত’।
সে বলল, সে আমার কানের লতি ধরে টান দিয়েছে! আমি বললাম, কানের লতি ধরে টান দিয়েছে তো কি হয়েছে তাই বলে কি তুমি তাকে এ দুঃখ দিবে?
সেই থেকে সে চুপ। সে এখন আর কোন কথা বলেনা।সে আমাকে দেখলেই কেমন গম্ভীর হয়ে থাকে।
আমি বলি, তোমার জীবনে যদি এমন ঘটনা ঘটে তাহলে তুমি তাই করবে? যদি না কর তাহলে আমাকে একটি গোলাপ ফুল দাও।
সে গোলাপ ফুল পৃথিবীর কোথাও নেই।
তাহলে তুমি সেই এক নারী।

0