0
আজ তুমি মানুষ কাল যে তুমি বানর হবেনা, এর কি কোন গ্যারান্টি আছে? না।কেন? শুনেছি কোন একজন হিজলা থেকে পুরুষ হয়ে গেছে। তাহলে? যার যা আছে তা নিয়ে গর্ব করা উচিত নয়।আমরা সবচেয়ে বেশি গর্ব করি কি নিয়ে? আমাদের প্রেমিকা নিয়ে; সে সারাক্ষণ আনন্দ দেয়, পাশে বসে, চুল ছেঁটে দেয়, বলে তুই সুন্দর করে বস্।
তাহলে?
প্রেমিকাকে নিয়ে সবসময় আশঙ্কায় থাকা উচিত, কখন সে অন্যের হয়ে যায়।
আজ আমার একজন প্রেমিকা আছে নাম সুন্দরী। আমি তার আশঙ্কায় কতটা আশঙ্কিত বুঝানো যাবেনা। আমার বার বারই মনে হয় সে যদি আমার না হয়ে অন্যের হত তাহলে অনেক ভাল হত।কারন, তখন তাকে হারানোর ভয় থাকতনা।
তাহলে? এমন প্রেমিকাকে প্রেমিকা বানাতে হবে যার আগে অন্য একজন প্রেমিক ছিল।
0