0
তোমাকে একবার দেখলে কয়বার দেখতে ইচ্ছে হয়? ১০০ বার।আজ আমি দেখলাম ৩০০ বার। তাহলে আবার যেদিন দেখব সেদিন কয়বার দেখব? তিন হাজার বার। তিন হাজার বার দেখলে আবার কয়বার দেখতে ইচ্ছে করবে? তিন হাজার লক্ষ বার। তাহলে সবশেষে দেখতে হবে কয়বার? এতবার যে তার কোন সীমা নাই। সে সীমা’ কোন সীমা দিয়ে অঙ্কন করতে হবে? অসীম দিয়ে। সেই অসীম’ কোন অসীম দিয়ে অঙ্কন করব আমি সেই চিন্তায় আছি।
0