“আমি তোমাকে কত ভালবাসি তা কি তুমি জানতে?জানতেনা। যদি জানতে কি করতে? সারাক্ষণ শুধু হাসতে, গাইতে আর নাচতে, আর বলতে, তুমি আমার গান, তুমি আমার গান – তোমাকে ছাড়া আমি কি করে থাকি? আজ জানলে, আজ কি করবে?” “কিছুই করবনা।” “কেন?” “আমি তোমাকে ভালবাসিনা।” তুমি অলক্ষী, কুলটা, ডাইনী।”না, আমাকে সেসব বোলোনা।” তাহলে তুমি আমাকে ভালবাসনা কেন? ” ভালবাসিনা কারন তুমি আমাকে আমার মনের মত ভালবাসনা।” সেই মনের মত ভালবাসা’ কি? সারাক্ষণ শুধু আমার কথা ভাববে, আমাকে দেখলে ঠাঁয় দাঁড়িয়ে থাকবে, আমাকে তোমার মনের আগুন করে রাখবে।” আচ্ছা তাই হবে।” এই যে আমি হাসছি, গাচ্ছি, নাচ্ছি, তোমাকে….. ।” “এই ভালবাসা আগে কেন দিলেনা?” ঐ যে তুমি আমাকে মনের মত ভালবাসনি।” “আচ্ছা আর ভুল হবেনা। ” ভুল চিরদিনই ভুল, তুমি আর এ ভুল কোরোনা”।” ভুল করতে আমার ভাল লাগে।” “এই যে আরেকটি ভুল করলে, এ ভুলের মাশুল ষোল লাখ টাকা।” আচ্ছা, তোমাকে আমি ষোল লাখ টাকা দিয়ে দেব।” শুধু ষোল লাখ টাকা দিলে হবে? ষোল লাখের সাথে সুদ, আসল, মাশুলও দিতে হবে।”
