0
তোমার ও দুই চোখে আমি দেখেছি অনেক ভালোবাসা,
তোমার ও দুই চোখে আমি পেয়েছি প্রেমের ভাষা।
তোমার পরশ পেয়েই আমি জানলাম প্রেমের গভীরতা,
তোমায় কাছে পেয়েই পরিপূর্ণ হলো ‘ভালোবাসা’ শব্দটা।
আমার রসহীন কাব্যমালা রস পেল তোমার হাসিতে,
আমার প্রাণহীন জীবনধারা প্রাণ পেল তোমার আগমনে।
তোমার বিরহেই বুঝলাম কবিতা কী বস্তু,
কল্পনা-ভাবনা-আবেগ এর আগে আমার কাছে ছিল পরম শত্রু।
তোমার ক্রন্দনেই জানলাম কবির বুক থেকেও ঝরে পড়ে রক্ত,
তোমার প্রীতির ছোঁয়ায় পেলাম সুন্দরের ধারা এ জীবনে অবিরত।
তোমায় বুকে পেয়ে ভাবি মানব জনম হলো সার্থক,
তোমার বাহুডোরে বেঁচে থেকেই যেন অন্তিমেও ডাক পাই বিদায়ের।
আরো পড়ুন-
- বাংলা রোমান্টিক কবিতা
- অথর্ববেদ ডাউনলোড
- বাংলা নববর্ষ প্রবর্তক কে?
- বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন
- শর্করা জাতীয় খাবার কি কি
0