তোমার ঐ দুই চোখে আমি দেখেছি অনেক ভালোবাসা

0

 

তোমার ও দুই চোখে আমি দেখেছি অনেক ভালোবাসা,
তোমার ও দুই চোখে আমি পেয়েছি প্রেমের ভাষা।

তোমার পরশ পেয়েই আমি জানলাম প্রেমের গভীরতা,
তোমায় কাছে পেয়েই পরিপূর্ণ হলো ‘ভালোবাসা’ শব্দটা।

আমার রসহীন কাব্যমালা রস পেল তোমার হাসিতে,
আমার প্রাণহীন জীবনধারা প্রাণ পেল তোমার আগমনে।

তোমার বিরহেই বুঝলাম কবিতা কী বস্তু,
কল্পনা-ভাবনা-আবেগ এর আগে আমার কাছে ছিল পরম শত্রু।

তোমার ক্রন্দনেই জানলাম কবির বুক থেকেও ঝরে পড়ে রক্ত,
তোমার প্রীতির ছোঁয়ায় পেলাম সুন্দরের ধারা এ জীবনে অবিরত।

তোমায় বুকে পেয়ে ভাবি মানব জনম হলো সার্থক,
তোমার বাহুডোরে বেঁচে থেকেই যেন অন্তিমেও ডাক পাই বিদায়ের।

 

আরো পড়ুন-

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

Leave a Reply