0
সুন্দর সুন্দর ও আমার সুন্দর তুমি আমাকে বল ভালবাসি
না বলিলে পরব মরণ ফাঁসি মরণ ফাঁসি
যেদিক পানে চাই তোমায় দেখতে পাই
তুমি কোথাও নাই, আমি কোথায় যাই
তাইতো ভাসি মরণ জলে ভাসি
আকাশ বাতাস সাক্ষী রেখে কথা দিলাম তোমাকে
তোমার হয়ে থাকব লক্ষ হাজার বছর রাশি রাশি
অনেক ভেবে অনেক চিন্তে পেয়েছি তোমায় কাছে
তাইতো তোমায় ভালবাসি, অনেক বেশি ভালবাসি
এই কথাটি হয়ে যাক দিকবিদিক, শূন্য, রাশি রাশি

0