তুমি কি আমাকে বলতে পার আমি কি জন্য তোমাকে ভালবাসি?
চুলের জন্য!
এ চুলের যত্ন কি তুমি নাও?
হ্যাঁ নেই!
দিনে কয়বার তেল দাও?
চার-পাঁচ বার!
এত কম দিলে কি হয়? আরো দিতে হবে ; কমপক্ষে দশ-বার বার দিতে হবে!
দশ-বার বার দিলে কি হবে?
তোমার চুল খুব উস্কুখুস্কু মনে হবে ; তখন আমি তোমার চুলে বার বার হাত বুলাব; তুমি বলবে, আবার একবার হাত বুলাও!
এ কথা আগে বলবেনা? আগে বললেতো আমি অনেক আগেই চুলে বেশি করে তেল দিতাম!।
আচ্ছা আজ থেকে দিয়ো!
সে তেল আমি পাব কোথায়?
আমি তোমাকে দামী ব্র্যান্ডের এককোটা নারকেল তেল কিনে দেব!
আচ্ছা!
এই যে আমি নারকেল তেল দিলাম; এখন হাত বুলাও!
‘ তোমার চুলগুলো খুব উস্কুখুস্কু লাগছে ; মন চাচ্ছে তোমার চুলের দেশে হারিয়ে যাই!
আচ্ছা হারিয়ে যাও!
এই যে হারিয়ে গেলাম ; এখন তুমি আমাকে তোমার চুলের সাথে বেঁধে রাখ।তোমাকে চুলের সাথে বাঁধব সে চুল কই?
আচ্ছা তোমাকে আমি আরো দামী ব্র্যান্ডের নারকেল তেল কিনে দেব!
ধর নাও।
এবার তুমি আমাকে তোমার চুলের সাথে বেঁধে রাখ!
চুলের সাথে বেঁধে রাখছি বলেই তো তুমি এত কথা বল!
আবার বাঁধ!
সে চুল কোথায়?
আমি তোমাকে আরো দামী একটি ব্র্যান্ডের নারকেল তেল কিনে দেব!
তেমন একটি নারকেল তেল তুমি কোথাও খুঁজে পাবেনা!
এজন্যই কি তোমার চুলে টিকটিকি প্রস্রাব করে ?
হ্যাঁ এজন্যই আমার চুলে টিকটিকি প্রস্রাব করে!