তোমার চোখে যাদু আছে (প্রেমের কবিতা)

play icon Listen to this article
0
  1.   “তোমার চোখের ভাষা বোঝা বড় কঠিন, সে চোখ দিয়ে তুমি কি বল আমি কিছুই বুঝিনা!” “সে চোখ দিয়ে আমি বলি, আমি তোমাকে ভালবাসি। ” তাহলে সে চোখের ভাষা বোঝা বড় সহজ হয়ে গেল।তুমি এখন থেকে আমার দিকে তাকালেই বোলো আমি তোমাকে ভালবাসি।” “হ্যাঁ আমি তোমাকে ভালবাসি।” “আমি সে জন্যইতো  তোমার চোখের দিকে চেয়ে আছি ; তুমি আমাকে সে চোখ দিয়ে দাও।” সে চোখ দিলে আমি বাঁচব কি নিয়ে?” “তুমি ভেবো, তোমার আরেকটি চোখ আছে।” না, আমার আর কোন চোখ নেই।” “এটাই তোমার চোখ; এ চোখ দিয়ে তুমি কি কর?  আমি রান্না করি, খাই, হাগি- মুতি।”তাহলে তুমি রান্না…  করতেই থাক।”

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply