0
- “তোমার চোখের ভাষা বোঝা বড় কঠিন, সে চোখ দিয়ে তুমি কি বল আমি কিছুই বুঝিনা!” “সে চোখ দিয়ে আমি বলি, আমি তোমাকে ভালবাসি। ” তাহলে সে চোখের ভাষা বোঝা বড় সহজ হয়ে গেল।তুমি এখন থেকে আমার দিকে তাকালেই বোলো আমি তোমাকে ভালবাসি।” “হ্যাঁ আমি তোমাকে ভালবাসি।” “আমি সে জন্যইতো তোমার চোখের দিকে চেয়ে আছি ; তুমি আমাকে সে চোখ দিয়ে দাও।” সে চোখ দিলে আমি বাঁচব কি নিয়ে?” “তুমি ভেবো, তোমার আরেকটি চোখ আছে।” না, আমার আর কোন চোখ নেই।” “এটাই তোমার চোখ; এ চোখ দিয়ে তুমি কি কর? আমি রান্না করি, খাই, হাগি- মুতি।”তাহলে তুমি রান্না… করতেই থাক।”
আরো পড়ুন-

0