0
তোমার চোখের ভাষা বোঝা বড় কঠিন। কতবার আমি সে চোখ দিয়ে তুমি কি বল তা বুঝার চেষ্টা করেছি তার ইয়ত্তা নেই। সর্বশেষ আমি চেষ্টা করেছি গত শনিবার। সেদিন বুঝলাম আসলে তুমি সে চোখ দিয়ে কি বল।তুমি সে চোখ দিয়ে বল, আমি তোমাকে ভালবাসিনা।আসলে আমি তোমাকে ভালবাসিনা? না, না তুমি মিথ্যে বলছ; সব তোমার ছলনা, আমি তোমাকে ভালবাসি। তুমি কেন এমন একটি ছলনার আশ্রয় নিলে? ও বুঝেছি, তুমি বুঝি কারো প্রেমে পড়েছ, তার নাম হারাধনের একটি ছেলে ঘুম পাড়ে জেলে।আমি সে ছেলেকে না বলে দেব,বলব, আমি তোমাকে ভালবাসি। সে কথা শুনে যদি সে ফিরে যায় তাহলে বলব এতদিনে তুমি তোমার হারানো চোখ উদ্ধার করেছ।
0