তোমার চোখের ভাষা বোঝা বড় দায়

play icon Listen to this article
0

আমি আজ যার প্রেমে পড়লাম তার হাত নেই, পা নেই, ঠোঁট নেই, মুখ নেই, দাঁত নেই, আছে শুধু হাতের তালু সে হাতেও হাত নেই। তাহলে আমি তাকে ভালবাসলাম কেন? কারন, তার চোখ দুটি বড় সুন্দর। সে চোখ দিয়ে সে আমাকে দেখে, আর বলে, ‘তোমার চেয়ে সুন্দর কেউ নেই, কেউ নেই’। আমি তার এ আবেদন ফিরাই কেমনে?  তাইতো আমি রাত–বিরাতে তার চোখের বন্দনায় বসে যাই।বলি, তোমার এ চোখ যদি না থাকত তাহলে আমার আমি’ আমি কি খুঁজে পেতাম্?

সে যখন তখন হাসে আর বলে, আমার এ চোখ দেখ, আমার এ চোখ  দেখ।আমি বলি, তোমার এ চোখের জন্যইতো আমার সবকিছু, তোমার এ চোখ না দেখে আমি কোথায় যাব?

সে বলেছে সে নাকি আগামীকাল তার চোখ কেটে ফেলবে। আমি বলি, তুমি যদি তোমার এ চোখ কেটে ফেল আমি কোথায় যাব?  সে বলে তুমি আমার নেংটির নিচে জায়গা নিও।আমি বলি নেংটির নিচে কি জায়গা হয়?সে বলে, সেখানে অনেক জায়গা।

নেংটির নিচে এত জায়গা তা আমার জানা ছিলনা। জানা থাকলে মনে হয় অনেক আগেই আমি নেংটির নিচে জায়গা নিতাম।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চোরাবালি

দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন

অন্তিম যাত্রা

ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে

ভাগ্যের চাঁদ ফিকে

অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা

Leave a Reply