আমি আজ যার প্রেমে পড়লাম তার হাত নেই, পা নেই, ঠোঁট নেই, মুখ নেই, দাঁত নেই, আছে শুধু হাতের তালু সে হাতেও হাত নেই। তাহলে আমি তাকে ভালবাসলাম কেন? কারন, তার চোখ দুটি বড় সুন্দর। সে চোখ দিয়ে সে আমাকে দেখে, আর বলে, ‘তোমার চেয়ে সুন্দর কেউ নেই, কেউ নেই’। আমি তার এ আবেদন ফিরাই কেমনে? তাইতো আমি রাত–বিরাতে তার চোখের বন্দনায় বসে যাই।বলি, তোমার এ চোখ যদি না থাকত তাহলে আমার আমি’ আমি কি খুঁজে পেতাম্?
সে যখন তখন হাসে আর বলে, আমার এ চোখ দেখ, আমার এ চোখ দেখ।আমি বলি, তোমার এ চোখের জন্যইতো আমার সবকিছু, তোমার এ চোখ না দেখে আমি কোথায় যাব?
সে বলেছে সে নাকি আগামীকাল তার চোখ কেটে ফেলবে। আমি বলি, তুমি যদি তোমার এ চোখ কেটে ফেল আমি কোথায় যাব? সে বলে তুমি আমার নেংটির নিচে জায়গা নিও।আমি বলি নেংটির নিচে কি জায়গা হয়?সে বলে, সেখানে অনেক জায়গা।
নেংটির নিচে এত জায়গা তা আমার জানা ছিলনা। জানা থাকলে মনে হয় অনেক আগেই আমি নেংটির নিচে জায়গা নিতাম।
