0
তোমায় কেউ কথা দেয়নি। তাইতো তুমি কারো কাছে আসনি।
আজ তোমায় কেউ কথা দিচ্ছে তুমি তার কাছে আস; শুধু তাকে নিয়ে ভাব, তার ছবি আঁক, তাকে দেখে শুধু হাস।তাকে নিয়ে গল্প কর যে গল্পের নেই কোন ঠাঁই। সে গল্প’ পড়ে কোন একজন বলবে, আজ কেউ কাউকে ভালবেসেছে।সে গল্প যদি ছড়িয়ে যায় আকাশের বাঁকে আমি বলব, হায় হাস্নাহেনার কূল তুমি কেন হাসলেনা!

0