0
জানি তুমি এখন আর হাসনা।হাসনা কেন? হাসলে তোমাকে ভাল লাগেনা। কেন? তোমার দুটি ঠোঁট হারিয়ে গেছে। সেই দুটি ঠোঁট কি ছিল? তোমার দাঁতের চিবুক।সে চিবুকে কি ছিল? অন্য একটি দাঁত লাগানো ছিল। সে দাঁত কে নিয়ে গেছে? কোন এক গুবরে পোকা। এ গুবরে পোকা’ কি করতে হবে? খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে কি করতে হবে? সে কেন…….. দাঁত নিয়ে গেল এ কথা জিজ্ঞেস করতে হবে। যদি বলে আমার ভাল লেগেছে? তাহলে বলতে হবে ‘ভাল লাগলেই দাঁত নিয়ে যাবে? ‘
যদি সে কান্নাকাটি শুরু করে? বলতে হবে, কান্নাকাটি করলে হবেনা দাঁত ফিরিয়ে দিতে হবে।’ যদি সে ফিরিয়ে না দেয় তুলোধুনো করতে হবে।
তুলোধুনো করলে যদি সে মারা যায়? তার দাঁত আবার তাকে ফিরিয়ে দিতে হবে ; কারন, যদি তুমি ব্যথা পাও।

0